লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শরু হয়েছে। মঙ্গলবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) শাহাদাত হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডা. জাকির হোসেন।
উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার এনডিসি মো. আরিফুজ্জামান প্রমুখ।
আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এই মেলা চলবে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল বসে।
0Share