নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল থেকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিকদের টাকা, ক্যামেরা ও দলীয় নেতাকর্মীদের প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি
হয়ে গেছে। এ সময় তিন পকেটমারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষ্মীপুর ষ্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব ঘটনা ঘটে।
আটকরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকার বাসিন্দা হাসান, সুজন ও রায়পুর পৌর এলাকার মো. নুর আলম।
জানা গেছে, সম্মেলনস্থল থেকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্রাহর ১৪ হাজার, যুগান্তর ও এনটিভি’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের পকেটে থাকা ৫১ হাজার টাকা, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের ভিডিও ক্যামেরা, স্থানীয় সাংবাদিক এবিএম সাগরের ক্যামেরা চুরি হয়ে যায়।
একই সময় রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান রাসেলের মোবাইল ফোন, রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহরুফ বীন জাকারিয়ার টাকা ও মোবাইল ফোন পকেটমার চক্র চুরি করে নিয়ে যায়।
এছাড়াও রামগঞ্জের যুবলীগকর্মী মনোয়ার হোসেন ও কবির হোসেনের দুইটি মোবাইল ফোন চুির হয়। চুরি হয় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকার আওয়ামীলীগ কর্মী নুর আলমের নোকিয়া ফোনটি। এভাবেই সম্মেলনের সভাস্থল ও মিছিল থেকে প্রায় অর্ধশত মোবাইল ফোন চুরি হয়।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের মোবাইল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। তবে এব্যাপারে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনস্থল ষ্টেডিয়ামে ঢুকার সময় রায়পুর থেকে একটি মিছিল আসে। ওই মিছিল থেকে তার পকেটে থাকা ৫১ হাজার টাকা চুরি হয়ে যায়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, তিন পকেটমারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চোরের চক্রটি ধরতে পুলিশ মাঠে নেমেছে।
প্রসঙ্গত, প্রায় এক যুগে পরে লক্ষ্মীপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২০ হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
0Share