নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় বিএনপি কর্মী সোহেল রানাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সোহেল রানা একই উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মধ্য মকরধছ গ্রামের মৃত রফিকুল
ইসলামের ছেলে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে নিহত সোহেল রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের ভাই মহিউদ্দিন, বোন মাকফেরা বেগম
ও স্বজনরা জানান, শুক্রবার রাতে সোহেল রানা বাড়ির থেকে রাতের খাবার খেয়ে বের হয়ে যায়। এরপর সে বাড়ি ফেরেনি। আজ ভোরে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকায় রাস্তার ওপরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সোহেল বিএনপির কর্মী ছিল। সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে যায়। এ হত্যাকা-ের বিচার দাবী করেছেন তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, সোহেল রানার লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোহেল রানা বিএনপি নেতা বাবর হত্যা মামলার আসামী। জানুয়ারি মাসে ওই মামলায় জামিনে মুক্তি পায়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, নিহত সোহেল রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
0Share