নিজস্ব প্রতিনিধি: শহরের হাসপাতাল সড়কের রহমতখালী খালের ওপর নির্মিত ব্রিজটি উদ্বোধনের আগেই নাম ফলক ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহাজান কামাল ব্রিজটি
উদ্বোধনের কথা থাকলেও তা আর হয়নি।
এ ব্যাপারে এ কে এম শাহাজান কামাল সাংবাদিকদের জানান, রহমতখালী খালের ওপর নির্মিত এলজিইডির ব্রিজটি বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনের কথা ছিল। এজন্য সকালে নাম ফলক স্থাপন করা হয়। কিন্তু তাদের দলীয় একটি গ্রুপের ফলক ভেঙে দেয়ায় ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত সড়ক থেকে হাসপাতাল সড়কের রহমতখালী খালের ওপর এক কোটি এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার সিসি এলজি ব্রিজ নির্মাণের জন্য ২০১৪ সালের ২০ এপ্রিল থেকে কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মা ট্রেডার্স। সম্প্রতি কাজ শেষ হলে এলজিইডির পক্ষ থেকে লক্ষ্মীপুর সদর আসনের এমপি এ কে এম শাহাজান কামালকে ব্রিজ উদ্বোধনের জন্য অনুরোধ করা হয়। এজন্য বুধবার বিকেলে নাম ফলক স্থাপন করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে ফলকটি তুলে নিয়ে যাওয়ায় ব্রিজটি উদ্বোধন করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খাঁনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মতামত পাওয়া যায়নি।
0Share