লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৫জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের সাঈদ
পাটোয়ারী বাড়িতে ২৬মার্চ’১৫ বৃহস্পতিবার সকালে ১১ টায় ঘটে।এতে আহত হন রোশনারা বেগম (৫০), রেশমা আক্তার(৩০), শারমিন বেগম(১৮), জামাল(৩০), এমরান হোসেন অমি। পরে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের সাঈদ পাটোয়ারী বাড়ির সেলিম ও একই বাড়ির মৃত শামছুল হকের ৩ সন্তানের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ (২৬মার্চ’১৫) বৃহস্পতিবার সকালে ১১ টায় মৃত শামছুল হকের ৩ ছেলে আবদুল হাশিম, ইব্রাহীম ও মমিন উল্যা জোরপূর্বক ৪০/৫০ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে উক্ত জমিতে একটি ভবন নির্মান করে দখলের চেষ্টা করলে আহত রৌশন বেগম ও তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে প্রতিপক্ষ হাশিমের নেতৃত্বে সন্ত্রাসীরা ও তার দু’সহোদয় পূর্বে পরিকল্পিত ভাবে তাদের উপর অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় রৌশনারা বেগম, মেয়ে রেশমা আক্তার, পুত্র বৌধু শারমিন বেগম, জামাল ও এমরান হোসেন অমি সহ ৫ জন গুরুতর আহত হয়। আহত রৌশনারা বেগম চিকিৎসাধীণ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, কুপিয়ে জখম করার পর আশে পাশের লোকজন আমাদের হাসপাতালে আনার চেষ্টা করলেও ঘাতক সন্ত্রাসীরা বাধা দিয়ে আমাদের ঘর-বাড়ি ভাংচুর করে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে ঘটনা শুনার পর আমি বিষয়টি সদর থানায় জানালে পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
0Share