লক্ষ্মীপুর: অপহরণের পাঁচ দিন পরেও লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মাগুরী গ্রামের যুবলীগ কর্মী নুরুল আমিনের সন্ধান পাওয়া যায় নি। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই যুবলীগ কর্মীর স্ত্রী শিরিন আক্তার এ তথ্য জানান।
নিখোঁজ নুরুল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি গ্রামের মৃত আবদুর রবের ছেলে।
লিখিত বক্তব্যে নুরুল আমিনের স্ত্রী শিরিন আক্তার বলেন, রোববার (২৯ মার্চ) সকালে বাড়ি থেকে পুলিশ পরিচয়ে ৭/৮ ব্যক্তি নুরুল আমিনকে মাইক্রোবাসে করে নিয়ে যায়। এ সময় তাদের মধ্যে তিনজনের গায়ে আনসার বাহিনীর পোশাক ছিল। অন্যদের হাতে অস্ত্র ছিল। এরপর রাতে চন্দ্রগঞ্জ, সদর থানা ও ডিবি কার্যালয়ে খোঁজ নিলেও কেউ আটকের বিষয়টি স্বীকার করেনি।
সোমবার দুপুরে তার মোবাইল ফোনে কল দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা পরিশোধ করলে তাকে দ্রুত ছেড়ে দেয়া হবে, তা না হলে নুরুলকে হত্যা করা হবে বলে হুমকি দেন তিনি।
সংবাদ সম্মেলনে নুরুল আমিনের স্ত্রী ছাড়াও তার কলেজ পড়ুয়া মেয়ে পারভীন আক্তার, ৭ম শ্রেণিতে পড়ুয়া ছেলে শিহাব হোসেন ও তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে ফাইমা জান্নাত উপস্থিত ছিলেন।
তারা সুস্থ অবস্থায় নুরুল আমিনকে ফেরত পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নুরুল আমিন নামে কাউকে আটক করার বিষয়টি তার জানা নেই। নিখোঁজ ব্যক্তির স্ত্রী থানায় কোনো অভিযোগ করেন নি। অভিযোগ করলে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
0Share