নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য উৎসব, আলোচনা সভা, কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠান ১০ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে
অনুুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমী মহাপরিচালক ফোকলোর বিশেষজ্ঞ অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠান উদ্বোধন করবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল, জেলা প্রশাসক এ. কে. এম টিপু সুলতান, বিশিষ্ট কবি সৈয়দ আল ফারুক ও কবি ড. আবু হেনা আবদুল আউয়াল, শিশু সাহিত্যিক সালমা কিবরিয়া ও লন্ডন প্রবাসী কবি খাতুনে জান্নাত, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার, মাসিক বাংলা আওয়াজ লেখক পুরস্কার এবং ছাত্র ছাত্রীদের সাহিত্য কুইজ, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। তাছাড়া স্থানীয় লেখকদের গ্রন্থ প্রদর্শনী স্টল থাকবে।
অনুষ্ঠান সফল করার জন্যে সাহিত্য উৎসব প্রস্তুতি কমিটির চুড়ান্ত সভা গত ৩ এপ্রিল লক্ষ্মীপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ সভাপতি ডা. মোঃ সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের পরিচালনায় সভায় সাহিত্য সংসদ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যে কোন প্রয়োজনে ০১৭১৬-২২৮৬৬৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
0Share