লক্ষ্মীপুর প্রতিনিধি: “সরকারী আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার-বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। ব্যাপক
উৎস-উদ্দীপনা ও বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু হয়। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা জজ আদালতের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়ির জেলা ও দায়রা জজ মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ গোলাম ফারুক ভূঁইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর হাসান,পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়া, আইনজীবী সমিতির সভাপতি মোঃ আব্দুর নুর সহ প্রমুখ। সভায়
0Share