নিজস্ব প্রতিনিধি: গণমাধ্যমের গুনগত মান ও স্বাধীনতা এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ৩ মে রোববার লক্ষ্মীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। জেলা
রিপোর্টাস ইউনিটির আয়োজনে ও ইয়ুথ জার্নালিস্ট ফোরাম এর সহযোগীতায় সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে চক বাজার গিয়ে শেষ হয়। পরে চকবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা রিপোর্টাস ইউনিটি সভাপতি আবদুল মান্নান ভৃঁইয়া সভাপতিত্বে ও ইয়ুথ জানালিস্ট ফোরাম জেলা শাখার সভাপতি মো: রবিউল ইসলাম খাঁনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী। আলোচনা শুরুতে দিবসের মূল প্রবন্ধ পাঠ করেন, অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন,ডাঃ সালাহ উদ্দিন শরীফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুনিল চন্দ্র ঘোষ, সনাকের জেলা সভাপতি বনশ্রি পাল চৌধুরী, মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, কবি মুজতবা আল মামুন প্রমুখ।
0Share