লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ গাড়ির চোরাই যন্ত্রাংশসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। (আজ) শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী
সাহাবুদ্দিনের মালিকানাধীন দেওপাড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন গোডাউন থেকে গত ৩ জুন রাতে বিপুল পরিমাণ পিকআপ গাড়ির যন্ত্রাংশ চুরি হয়। পরে ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এস আই পুস্পবরণ চাকমার নেতৃত্বে একদল পুলিশ চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর চৌমুহনীসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোরাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেন। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক প্রায় ৪ লক্ষাধিক টাকার গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, সাহাদাত হোসেন বাবু, মোঃ ফিরোজ, মোঃ রুবেল, আব্দুল কুদ্দুছ ও মোঃ হাছান। ঘটনার সাথে জড়িত মোঃ রিমন, মোঃ আজাদ ও মোঃ রিয়াজ নামে আরো ৩ জন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ব্যবসায়ী সাহাবুদ্দিনের অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া তার গাড়ির যন্ত্রাংশসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
0Share