একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ সময় বিকাল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র দাখিল করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৩ জন।লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১২ জন । লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১১ জন। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১০ জন।
১৮টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামলীগের ৩ জন, বিএনপির-৭, জাতীয়পার্টি-৪, জেএসডি-৫, বাংলাদেশ জাতীয় পার্টি-২, বিকল্প ধারা-২, তরিকত ফেডারেশন-১, এলডিপি-১, জাকের পার্টি-১,বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ-১, ন্যাশনাল পিপলস পার্টি এনএনপি-১, বাংলাদেশ মুসলিম লীগ-১, ইসলামিক ফ্রন্ট-১, ইসলামী আন্দোলন-৪, গণফোরাম-১,
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম-১, জাতীয়তা সমাজতান্ত্রিক দল-জাসদ-১, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ-১ এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৬ জন।
আওয়ামীলীগ:
আওয়ামী লীগের পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৩
জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু-লক্ষ্মীপুর-৩
মোহাম্মদ আব্দুল্লাহ, লক্ষ্মীপুর-৪
বিএনপি:
বিএনপি নেতা হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-১
বিএনপির জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-২
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর-২
জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া টিটু, লক্ষ্মীপুর-২
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৩
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর-৩
আবদুল মতিন চৌধুরী, লক্ষ্মীপুর-৪
জাতীয়পার্টি:
জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, লক্ষ্মীপুর-১
জাতীয় পার্টি আলমগীর হোসাইন, লক্ষ্মীপুর-১
জাতীয় পার্টির জেলা সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-২
জাতীয় পার্টির নেতা শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, লক্ষ্মীপুর-২
জাতীয়তা সমাজতান্ত্রিক দল-জেএসডি:
জেএসডির এম এ গোফরান, লক্ষ্মীপুর-১
জেএসডির এম এ ইউছুফ লক্ষ্মীপুর-২
সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, লক্ষ্মীপুর-৩
সভাপতি আ স ম আব্দুর রব, লক্ষ্মীপুর-৪
কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, লক্ষ্মীপুর-৪
বাংলাদেশ জাতীয় পার্টি,
নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর-৩
আব্দুর রাজ্জাক চৌধুরী, লক্ষ্মীপুর-৪
বিকল্প ধারা বাংলাদেশ
শাহ আলম বাদল, লক্ষ্মীপুর-২
মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-৪
তরিকত ফেডারেশন
আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-১
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপি
যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম,লক্ষ্মীপুর-১
জাকের পার্টি:
লায়ন এম এ আউয়াল, লক্ষ্মীপুর-১
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ
সিরাজ মিয়া, লক্ষ্মীপুর-১
ন্যাশনাল পিপলস পার্টি-এনএনপি
মোশারেফ হোসেন, লক্ষ্মীপুর-১
বাংলাদেশ মুসলিম লীগ
রেজাউল করিম, লক্ষ্মীপুর-১।
ইসলামিক ফ্রন্ট
মো. হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর-২
ইসলামী আন্দোলন
সিনিয়র সহ-সভাপতি ডাঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর-১
শাহজাহান পাটোয়ারী, লক্ষ্মীপুর-২
ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম লক্ষ্মীপুর-৩
খালেদ সাইফুল্লাহ, লক্ষ্মীপুর-৪
গণফোরাম
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিক উল্যা,লক্ষ্মীপুর-৩
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম
মোহাম্মদ উল্যা, লক্ষ্মীপুর-৩
জাতীয়তা সমাজতান্ত্রিক দল-জাসদ
এম এ ইউছুফ ভূঁইয়া লক্ষ্মীপুর-৩।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ
মিলন কৃষ্ণ মন্ডল, লক্ষ্মীপুর-৪
স্বতন্ত্র প্রার্থী
যুবলীগ নেতা মাহবুবুল আলম, লক্ষ্মীপুর-১
সাহাব উদ্দিন তুর্কি, লক্ষ্মীপুর-১
এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-২
মো. শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২
অধ্যক্ষ এম এ সাত্তার,লক্ষ্মীপুর-৩
মাহমুদা বেগম লক্ষ্মীপুর-৪
0Share