তারাবক হোসেন আজাদ, রায়পুর প্রতিনিধি : রায়পুরে প্রভাবশালী ও লাঠিয়ালদের দ্বারা চরের ধান লুটের পায়তারা আশংকা করছে কৃষকরা। এতে কৃষকরা তাদের ধান পেতে গত ৭ দিনে প্রায় ১৫টি মামলা করেছেন আদালতে। বিচারক মামলাগুলো গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এই উপজেলার চরবংশী, চরআবাবিল, চরমোহনা ইউনিয়নে প্রায় ৫টি গ্রাম ও চরে ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে কৃষকরা আমন ধান চাষ করেছেন। তারা ধানের সমস্যা নিয়ে কৃষকদের পরামর্শ ছাড়া মামলার বিষয়ে কিছুই জানেন না বলেন জানান।
রায়পুর থানা সুত্রে জানা যায়, চরবংশী গ্রামের কৃষক শাজাহান আলী মিজি তার ৮ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছেন। কিন্তু স্থানীয় লাঠিয়াল আব্দুল হামিদ সহ ৪ জন নিতে দিচ্ছে না বলে তিনি ওই ৪ জনকে আসামী করে আদালতে মামরা করেছেন। একই দিনে চর আবাবিল গ্রামের কৃষক আব্দুল খালেক তার ১৩ শতাংশ জমিতে ধান চাষ করেছেন। তিনি ধান কাটতে না পেরে স্থানীয় লাঠিয়াল ইসমাইল সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। একই গ্রামের কৃষক আব্দুল করিম তার ১২ একর জমিতে ধান রোপন করেও কাটতে না পেরে লাঠিয়াল ইসমাইল সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়াও গত ৭ দিনে প্রায় ২০ জন কৃষক লাঠিয়াল ও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে আদালতে ১৫টি মামলা করেছেন। মামলাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন পাঠানোর জন্য এসআইদের প্রস্তুতি চলছে।
চরবংশী গ্রামের কৃষক মজিদ মিয়া জানান, প্রতি বছর ধানের মৌসুমে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও লাঠিয়ালরা কৃষকদের ধান লুটের পায়তারায় মেতে উঠে। চেয়ারম্যান, মেম্বারদের কাছে বিচার না পেয়ে তারা আদালতে শরনাপন্ন হন। তারপরেও এ ধান ঘরে তুলতে পারব কি না আমাদের আতংকে থাকতে হয়।
যোগযোগ করা হলে উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, উত্তর চরআবাবিল, দক্ষিন চরআবাবিল ও চরমোহনা ইউপি চেয়ারম্যানগনরা বলেন, প্রতিবছর ধান মৌসুমে স্থানীয় প্রভাবশালী ও লাঠিয়ালদের কারণে কৃষকরা ধান ঘরে তুলতে পারেন না। এ নিয়ে ইউনিয়ন পরিষদ, থানা ও আদালতে মামলা করতে বাধ্য হচ্ছেন। তারপরেও বাদী বিবাদীদের মিমাংশার চেষ্টা করা হয়।
রায়পুর থানার পরিদর্ষক (ওসি তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার বলেন, গত ৭ দিনে কৃষকদের দায়ের করা প্রায় ১৫টি মামলা এসেছে। তা তদন্ত করে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য এসআইদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসল ঘরে তুলতে সমস্যা হলে অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।
0Share