তাবারক হোসেন আজাদ: বাংলাদেশ স্কাউটস’র তত্বাবধানে লক্ষ্মীপুরের রায়পুুর উপজেলা শাখা আয়োজিত ৫ দিন ব্যাপি ৭ম পিএল কোর্স সোমবার বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। এ কোর্সে মাচ্চেন্টস একাডেমী, জনকল্যান বহুমুখী উচ্চ বিদ্যালয়, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এল এম পাইলট উচ্চ বিদ্যালয়সহ ৮টি শ্ক্ষিা প্রতিষ্ঠানের ৪২জন শিক্ষাথী অংশ গ্রহন করেছেন। এ উপলক্ষে বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কাউস রায়পুর শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল তারেক, মানিক লাল দেবনাথ (এলটি), লক্ষ্মীপুর জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও সিএএলটি কামাল উদ্দিন, মোঃ ওমর ফারুক, হিতেষ শর্মা, আবুল খায়ের, ইসমাইল হোসেন, শামছুন্নাহার, নারায়ন চন্দ্র দে, ও দেলোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা ব্যাক্তি জীবনে শৃংখলা বজায় রাখার লক্ষ্যে শিক্ষার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে মনোনিবেশ করার জন্য ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিয়ে দেশ, মানুষের কল্যানে ও সমাজের কাজে প্রস্তুত থাকতে হবে ।
উল্লেখ্য, আয়োজিত ৫দিন ব্যাপি এ কোর্সে ৪২ জন শিক্ষার্থীকে মানিক লাল দেবনাথ এলটির নেতৃত্বে ৫ জন প্রশিক্ষক এ প্রশিক্ষন দেবেন বলে কতৃপক্ষ জানান।
0Share