নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলার স্থানীয় উদ্যোক্তাদের জন্য হতদরিদ্র পরিবারে টুইন-পিট ল্যাট্রিন স্থাপন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ এবং ডরপ এর আয়োজনে বুধবার (১৯ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে দুইদিন ব্যাপী হাতে-কলমে লক্ষ্মীপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার। সদর উপজেলা সহকারী প্রকৌশলী ফাতেমা-তুজ জোহরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের কনসালটেন্ট (ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট) কানিজ হুসনা আফরোজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মানবসম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসান হাবিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রামগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান, রায়পুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানায়, ১৯ ও ২০ ফেব্রুয়ারী দুইদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৮৮ জন স্থানীয় উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
32Share