সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বিদ্যুৎ ও জ্বালানী খাতে সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে- আ স ম আবদুর রব

বিদ্যুৎ ও জ্বালানী খাতে সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে- আ স ম আবদুর রব

বিদ্যুৎ ও জ্বালানী খাতে সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে- আ স ম আবদুর রব

প্রেসবিজ্ঞপ্তি: স্বাধীন বাংলার পতাকা উত্তোলক-মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী জনাব আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যুৎ আমদানী-কুইক রেন্টাল সহ গ্যাস-বিদ্যুৎ

খাতে সরকার যে সকল চুক্তি সম্পাদন করে যাচ্ছে তাতে জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে। বিদ্যুৎ খাতে সরকার জনগণের অর্থ লুটপাট নিয়ে ব্যস্ত। উচ্চ দামে বিদ্যুৎ ক্রয় করে হাজার হাজার কোটি টাকার অপচয় পূরণে দফায় দফায় বিদ্যুৎ-গ্যাস সহ জ্বালানীর দাম বৃদ্ধি করছে। বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানী খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সকল প্রতিষ্ঠানকে যেমন ধ্বংস করে দিচ্ছে তেমনি বিশ্ব রাজনীতিতে একঘরে হয়ে যাচ্ছে।

জনাব রব বলেন, প্রত্যেক দেশের স্বৈরাচারী সরকারই শ্বাসরুদ্ধকর রাজনৈতিক অবস্থাকে স্থিতিশীল বলে আখ্যায়িত করতে চায়। যে কোন সময় শিব উল্টে যাবে। সর্বশেষ সুন্দর বন ধ্বংসের ভয়াবহ বিপর্যয় সৃষ্টিতেও সরকার উদাসীন। এই প্রতিক্রিয়াশীল স্বৈরাচারী-মিথ্যবাদী-নিলর্জ-বেহায়া সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপতৎপরতার প্রতিবাদে জেএসডি আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে জনাব রব এ সকল কথা বলেন।

জেএসডি সাধারন সম্পাদক জনাব আবদুল মালেক রতন বলেন,সর্বোচ্চ ৮০ হাজার থেকে এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ৮হাজার টাকা সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন নির্ধারন করে যে বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে তা এক দিকে যেমন অমানবিক তেমনি তা সামাজিক ভারসাম্যহীনতা সৃষ্টি করবে। জনাব মালেক রতন সর্বনিম্ন ১৫হাজার টাকা ও সর্বোচ্চ ৬০হাজার টাকা বেতন নির্ধারন করে বেতন কাঠামো চুড়ান্ত করার দাবী জানান।

মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন জনাব এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দেলওয়ার হোসেন, জিয়া খোন্দকার, কামাল উদ্দিন পাটওয়ারী, আবদুর রাজ্জাক রাজা, কাজী আবদুস সাত্তার, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম,এস এম রানা চৌধুরী, শামসুল আলম নিক্সন, রিয়াজুল মোরশেদ টিটু, আবদুল্লা আল নোমান প্রমুখ।

মতামত | সাক্ষাৎকার আরও সংবাদ

লক্ষ্মীপুরে নজরুল ও কবি নজরুল এভিনিউ

ভুলুয়া নদীর দীর্ঘদিনের জলাবদ্ধতা আর ত্রুটিপূর্ণ সেতু ঘিরে মানুষের এত উম্মাদনা কেন ?

লক্ষ্মীপুর | রাজনীতির উর্বরভূমিতে উন্নয়ন স্বল্পতা

রামগতি কমলনগরের সকল অবৈধ ইটভাটা বন্ধে ঢাকাস্থ আইনজীবিদের ঐক্যমত

জাতিসংঘের প্রতিবেদনটি পাঠ্যপুস্তকে রাখার ব্যবস্থা করতে হবে : এ্যানি

শিক্ষকের সম্মান ও সমাজের দায়িত্ব

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com