সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে দুর্বৃত্তদের আগুনে পোড়া পুলিশ কনস্টেবলের বসত ঘরে পড়ে আছে ধ্বংসস্তূপ

কমলনগরে দুর্বৃত্তদের আগুনে পোড়া পুলিশ কনস্টেবলের বসত ঘরে পড়ে আছে ধ্বংসস্তূপ

কমলনগরে দুর্বৃত্তদের আগুনে পোড়া পুলিশ কনস্টেবলের বসত ঘরে পড়ে আছে ধ্বংসস্তূপ

পুলিশ কনস্টেবল মেহেদী হাসান দোলন। বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরের পাটোয়ারীরহাট ইউনিয়নে। তিনি ওই এলাকার হাজ্বী ফারুকের ছেলে। বেতনের বড় একটা অংশ দিয়ে নিজের ঘরের রুমগুলোকে সাজিয়েছেন স্বপ্নের মতো। কিন্তু দোলনের স্বপ্নের স্থায়িত্ব বেশি দিন টিকেনি।

ছাঁই হওয়া ধ্বংস্তূপ

পরিবারের দাবি, গত মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দিবাগত রাত দুবৃত্তরা আগুন দেয় দোলনের বসত ঘরে। পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল। আগুন লেগে পুড়ে যায় ঘরে রাখা ১৫ ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিলপত্র, মোটর সাইকেল, ল্যাপটপসহ প্রয়োজনীয় মালামাল। স্বজনদের দাবি, এতে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মূল বসত ঘর ছাড়াও আরেকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

সোফা পুড়ে ছাঁই

শুক্রবার (৭ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে দোলনের পিতা হাজ্বি ফারুক হোসেন জানান, ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ঘরের তালা বন্ধ সবাই করে দোলনের নানুর বাড়িতে গিয়েছিলো অসুস্থ এক স্বজনকে দেখতে। কে বা কারা বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আমরা নিশ্চিত হতে পারিনি।

আগুন
আলমিরার কিছু জিনিসপত্র

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর আলম জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে।

আগুনে পোড়া আসবাবপত্র
গ্লাস ভেঙে আগুন দেয় দুবৃত্তরা

কিন্তু দোলনের মা নিলুফার ইয়াসমিন এ বক্তব্যকে উড়িয়ে দিচ্ছেন। ঘরের পুড়ে ছাঁই হওয়া ধ্বংসস্তূপ দেখাচ্ছেন, আর বিলাপ করছেন। তার অভিযোগ, আমরা বিদ্যুতের মেইন লাইন বন্ধ করেই গেছি। যদি বিদ্যুতের সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটতো, তবে পুরো ঘরের বিদ্যুতের সব লাইন পুড়ে যেত। কিন্তু ঘরের পিছনের অংশের বিদ্যুতের বোর্ড এবং তার এখনো অক্ষত। যে কেউ জানালার গ্লাস ভেঙে আগুন দিয়েছে।

অক্ষত ঘরের আরেকটি অংশ

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, আগুনে পোড়া গেছে, বিষয়টি সম্পর্কে অবগত আছি। খোঁজ খবর নিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবার থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রতিবেদন আরও সংবাদ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

১৯৭০ থেকে ৫৪ বছরের ঝড়ে উপকূলে অন্তত ১২ লাখ মানুষ প্রাণ হারায়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com