সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মেঘনায় আকষ্মিক জলোচ্ছ্বাসটি উপকূলীয় বন্যা: জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত

লক্ষ্মীপুরের মেঘনায় আকষ্মিক জলোচ্ছ্বাসটি উপকূলীয় বন্যা: জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত

লক্ষ্মীপুরের মেঘনায় আকষ্মিক জলোচ্ছ্বাসটি উপকূলীয় বন্যা: জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত

উজান থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে নেমে আসা বন্যার পানি, পূর্ণিমা এবং জলবায়ু পরিবর্তনের আংশিক পরিবর্তনের কারণে লক্ষ্মীপুরের মেঘনায় আকষ্মিকভাবে অস্বাভাবিক উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশের জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। তিনি এ আকষ্মিক জলোচ্ছ্বাসকে একটি উপকূলীয় বন্যা হিসেবে আখ্যায়িত করেন।

বৃহস্পতিবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির খুবই অবনতি ঘটেছে। সুনামগঞ্জ, সিলেট, মাদারীপুর, বিক্রমপুর, মুন্সিগঞ্জসহ দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার পানির অবনতি হয়।  বিশেষ করে চাঁদপুর ও লক্ষ্মীপুর, ওই সব এলাকা হয়ে সমুদ্রে যায়। ব্রহ্মপুত্র নদীর পানি বিপদ সীমার উপরে, গঙ্গার পানি নামছে। পদ্মার পানি অনেক উঁচুতে এখন। শরীয়তপুর, মাওয়ার খুব খারাপ অবস্থা। এখনতো পূর্ণিমার কাছাকাছি সময়। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও অনেকখানি বেড়েছে৷ এই যে সব মিলিয়ে লক্ষ্মীপুরে এমন অস্বাভাবিক জোয়ারের পানি।

লক্ষ্মীপুরের এমন জলোচ্ছ্বাসকে বন্যা বলা যাবে কিনা, এমন প্রশ্নে দেশের এ বিজ্ঞ জলবায়ু ও পানি বিশেষজ্ঞ বলছিলেন, যেখানে পানি গিয়ে মানুষের ক্ষতি করে, সেটাকেই আমরা বন্যা বলতে পারি। যদি জলোচ্ছ্বাসের পানি উঠে মানুষের ক্ষতি করে, সেটাকেও বন্যা বলতে পারেন। যেহেতু এটা উপকূলীয় অঞ্চলে হয়েছে, সেটাকে আপনি উপকূলীয় বন্যা বলতে পারেন।

ড. আইনুন নিশাত আরো বলেন, মরা কাটাল এবং ভরা কাটাল বলে একটা বিষয় আছে। আমাবস্যা বা পূর্ণিমার সময় সমুদ্রের পানি ফুলে উঠে। এমন অস্বাভাবিক জলোচ্ছ্বাসের কারণ হিসেবে, সেটিও কিন্তু বড় একটা কারণ। ভরা কাটাল, মরা কাটালের প্রভাব, উজানের পানির প্রভাব, বর্ষার পানির প্রভাবও রয়েছে।

প্রসঙ্গত, গত ৫আগস্ট আকষ্মিকভাবে লক্ষ্মীপুরের মেঘনায় ৭ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়।  এতে মুহুর্তেই তলিয়ে যায় জেলার মেঘনাতীরের কমলনগর, রামগতি, সদর ও রায়পুরের ৬০কিলোমিটার এলাকা। এতে বিপর্যস্ত হয়ে পড়ে  জনজীবন। নদীপাড়ের মানুষ পানিবন্দি হয়ে বিপাকে পড়েন।মাছের পুকুর ও প্রজেক্ট ডুবে জোয়ারের পানিতে ভেসে যায় মানুষের কোটি কোটি টাকার মাছ। বন্ধ হয়ে যায় চুলোয় আগুন।

প্রতিবেদন আরও সংবাদ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি

১৯৭০ থেকে ৫৪ বছরের ঝড়ে উপকূলে অন্তত ১২ লাখ মানুষ প্রাণ হারায়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com