মিশু সাহা নিক্কন:: রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের মধ্যচর সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান চিত্র অত্যন্ত নাজুক। একমাত্র একাডেমিক ভবনটি যেকোন মূহুর্তে ধসে পড়ে
প্রানহানির সম্ভাবনা থাকায় সত্ত্বেও চরম ঝুঁকি নিয়ে চলছে শ্রেনী কার্যক্রম। আবার একটু খানি বৃষ্টি হলেই স্কুল ছুটি, ক্লাশ করার কোন উপায় নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এক মাত্র একাডেমিক ভবনের ৪ টি কক্ষের ছাদেরই প্লাস্টার পড়ে গেছে, রড ক্ষয়ে ঝুলে আছে। ভবনের খুঁটি ও ভীমের অবস্থা অত্যন্ত নাজুক। সামনের বারান্দার খুঁটির শুধু রডই আছে ইটবালি নেই। নেই কোন দরজা বা জানালা। যে কোন মুহুর্তে মাথায় ভেঙ্গে পড়ার আশংকা নিয়ে ক্লাশ করছে কোমলমতি ২শ ২০জন শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, পুরো ভবনটি দীর্ঘ কয়েক বছর থেকে ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প কোন ব্যবস্থ না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের পাঠদান নিতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবকরা আতংকে আছেন।
প্রধান শিক্ষক মহি উদ্দিন জানান, পাঠদানের অনুপযোগী শ্রেনীকক্ষ ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ের যাওয়ার আগ্রহ হারাচ্ছেন। তাছাড়া সঠিক সময়ে শিক্ষার্থীদের পাঠ দিতে ব্যর্থ হচ্ছেন শিক্ষকরা।
তিনি আরো জানান, কিছুদিন আগে সরকারী ভাবে প্রাপ্ত এক লক্ষ টাকা ব্যায়ে এক কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ করায় তাতে মাত্র একটি শ্রেণীর ব্যবস্থা হলেও বাকী চারটি শ্রেণীর শিক্ষার্থীদের বসার ভালো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ঝুঁকি মাথায় নিয়ে বিদ্যালয়ের পাঠদান চালিয়ে যাচ্ছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।
0Share