নিজস্ব প্রতিনিধি: আগামি দু মাসের মধ্যে যেকোন মূল্যে ঢাকা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ সার্ভিস চালু হবে। প্রাথমিকভাবে একটি লঞ্চ চালু করা হবে। ক্রমান্বয়ে সে সংখ্যা আরো বাড়ানো হবে। শুক্রবার (২৭ জুলাই) বিকালে লক্ষ্মীপুর জেলা শহরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। এ সময় তিনি বলেন, নৌ-মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে কথা হয়েছে। নদী খননের জন্য নৌ-মন্ত্রণালয়ের একটি টিম পরিদর্শন করে ভরাটকৃত যায়গা চিহিৃত এবং খননের উদ্যোগ গ্রহন করেছেন। তিনি আরো বলেন, যিনি লঞ্চ দিবেন তিনি বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন। তাই ওনি ঢাকায় আসলে কথা হবে। দ্ইু মাসের মধ্যে ঢাকা থেকে লঞ্চ লক্ষ্মীপুরে আসবে।
লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেল্লালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
0Share