নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জের লামচর ইউনিয়নের তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাটি ও রাস্তা না থাকায় বৃষ্টির পানি জমে বন্যার রূপ ধারণ করেছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। ফলে স্থানীয়রা চাঁদা তুলে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মাঠে একটি সাঁকো তৈরি করে দেয়।
এ সাঁকো দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু শিক্ষার্থীরা চলাচল করছে। অনেক সময় তারা সাঁকো থেকে নিচে পড়ে আহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত উল্ল্যাহ জানান, অনেক শিক্ষার্থী ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। তিনি আরো জানান এ বিদ্যালয়ে টিউবওয়েল ও টয়লেট না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি বিদ্যালয়ের মাঠ ভরাট ও যাতায়াতের রাস্তা তৈরির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
0Share