সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আনসার সদস্যদের লাঠিপেটায় হাসপাতালে যুবক

লক্ষ্মীপুরে আনসার সদস্যদের লাঠিপেটায় হাসপাতালে যুবক

লক্ষ্মীপুরে আনসার সদস্যদের লাঠিপেটায় হাসপাতালে যুবক

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেটে মো. পারভেজ (২৭) নামের এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে তাকে পেটানো হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তা আনসার সদস্যদের বিচার না করে উল্টো আহত যুবকের কাছ থেকে সাদা কাগজে সই নেন।

পরে দুপুর দেড়টার দিকে ওই যুবককে সদর হাসপাতালে ভর্তি হয়। স্থানীয়দের ধারণ করা লাঠিপেটার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আহত পারভেজ লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত নুরনবীর ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান।

আহত পারভেজ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বিড়াল নখ দিয়ে পারভেজের শরীরে আঁচড় দেয়। পরে তিনি চিকিৎসার জন্য সদর হাসপাতালে আসেন। তবে নতুন গেট নির্মাণের কারণে সেখানে চলাচল বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী পাউবো গেটের ভেতর দিয়ে নিরাপত্তা দেওয়ালের ফাঁকা জায়গা দিয়ে তিনি কয়েকজনকে হাসপাতাল যেতে দেখেন। তিনিও ওই জায়গা দিয়ে যেতে চান। কিন্তু পাউবোর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্বরত আনসার সদস্য একে আজাদ তাকে ঢুকতে বাধা দেন।

আনসার সদস্য ও পারভেজ তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসার সদস্য ও পার্শ্ববর্তী এক দোকানদার তাকে জোর করে গেটের ভেতর ঢুকিয়ে দেন। পরে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কয়েকটি আঘাত করা হয়। এ সময় অন্য দুই আনসার সদস্য এসেও তাকে লাঠিপেটা করেন। এতে বাধ্য হয়ে পারভেজ এক আনসার সদস্যের হাত থেকে লাঠি কেড়ে নেন। তবে তিনি কাউকে আঘাত করেননি।

এ ঘটনায় ওই যুবকসহ আনসার সদস্যদের নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান ও এম এম জাহাঙ্গীর বৈঠকে বসেন। বৈঠকে পারভেজের কাছ থেকে সাদা কাগজে সই নিলেও আনসার সদস্যদের কিছু বলেননি তারা। এ বিষয়ে জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি। বৈঠকে পাঁচজন সংবাদকর্মীও উপস্থিত ছিলেন।

আহত পারভেজ বলেন, ‘পাউবোর গেট অতিক্রম করে কয়েকজনকে হাসপাতাল যেতে দেখেছি। এতে আমিও যাওয়ার চেষ্টা করি। কিন্তু আনসার সদস্যরা আমাকে বাধা দেন। এজন্য আমি ঢুকেনি। পরে আনসার সদস্য ও এক দোকানদার আমাকে গেটের ভেতর জোর করে ঢুকিয়ে দেন। পরে তারা লাঠি দিয়ে আমাকে ১০-১২টি আঘাত করেন। লাঠির আঘাতে আমার পায়ের নখ ফেটে গেছে।’

এ বিষয়ে জেলা আনসার-ভিডিপির কমান্ডার উজ্জ্বল পাল বলেন, ‘পাউবোর সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে যাওয়ার জন্য তাদের কার্যালয়ের এলাকার ভেতর দিয়ে প্রবেশ নিষেধ। ওই যুবককে নিষেধ করা সত্ত্বেও সদর হাসপাতালে যাওয়ার জন্য পাউবো এলাকায় প্রবেশ করেন। এতে বাধ্য হয়ে আনসার সদস্যরা তার গায়ে হাত তুলেছেন। এ ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই যুবকও অন্যায় করেছেন।’

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানাননি। আনসারদের দোষ থাকলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমার কর্মকর্তারা কেন সাদা কাগজে সই নিয়েছেন, তা বিস্তারিত জানতে তাদের সঙ্গে কথা বলা হবে।’

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ সাংবাদিকদের বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ২শ টাকায়

নদী ও সাগরে নিষেধাজ্ঞা উঠছে আজ, অভিযানে ২২ লক্ষাধিক টাকার মাছ ও জাল জব্দ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com