নিজস্ব প্রতিনিধি: পেট্রোল বোমায় দগ্ধ কমলনগরে দরিদ্র দিনমজুর হোসেন মিয়া (৫০)র দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত ৯টার দিকে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকের) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নি দগ্ম হওয়ার ৫ দিনের মাথায় তার মৃত্যু হয়।
নিহত হোসেন মিয়া কমলনগর উপজেলার দক্ষিণ চর মার্টিন ইউনিয়নের ৫ নং ওয়াডের ইদ্রিস মিয়ার ছেলে এবং ১০ সদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। দিন মজুরের রোজগার দিয়েই তিনি স্বামীহারা ১ মেয়ে, স্বামী পরিত্যক্ত ১ মেয়ে এবং বুদ্ধিপ্রতিবন্ধী ১ ছেলেসহ ৬ ছেলে মেয়ে নিয়ে ১০ জনের পরিবার দেখাশোনা করতেন।
মৃত হোসেন মিয়ার বড় ছেলে উপকূল কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ নুর নবী লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে বলেন, বাবা কে হারিয়ে আমরা সত্যিই হারিয়ে যেতে বসেছি, আমরা বাচঁতে চাই।
প্রসঙ্গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপাজন শেষে চট্টগ্রাম থেকে পোশাক শিল্পের একটি কাভার ভ্যানে করে বাড়ি ফেরার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের ফেনীর রামপুরা রাস্তার মাথায় দুর্বৃত্তদের পেট্্েরাল বোমায় তিনি দগ্ধ হন।
তার শরীরের ৫০ ভাগ পুড়ে যায়। প্রথমে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে ওই রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
চরমার্টিন ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আলী আহাম্মদ বলেন, বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় রাত ৯টায় চরমার্টিন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
0Share