নিজস্ব প্রতিনিধি: কমলনগরে কাল বৈশাখি ঝড়ের তান্ডবে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং দোকানঘরসহ অন্তত ৫০টি প্রতিষ্ঠানের বড় রকমের ক্ষতিসহ প্রায় ২শতাধিক কাচাঁঘর বাড়ির ক্ষতি হয়েছে। বুধবার বেলা ১দেড়টা থেকে ২টার মধ্যে
সংঘটিত ঝড়ে কমলনগর উপজেলার ৫টি গ্রামে এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
ব্যাপক ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান গুলো মধ্যে রয়েছে, দক্ষিণ লরেঞ্চ গ্রামের মোঃ হারুনুর রশিদ এবং মোঃ আজাদ মিয়ার বসত বাড়ি, উত্তর চর কালকিনি কলোনি মসজিদ, দক্ষিণ মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়, চর জগবন্ধু উচ্চ বিদ্যালয়, পশ্চিম লরেঞ্চ বালিকা মাদরাসা,শহীদ নগর উচ্চ বিদ্যালয় এবং সংলগ্ন মার্কেট, হাজিরহাট হামেদিয়া ফাজেল মাদরাসা।
এ দিকে ঝড়ের তান্ডবে সবচেয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ কালকিনি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ লরেঞ্চ গ্রামের শামছল হক মিয়ার ছেলে মোঃ আজাদ এবং তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক মোঃ হারুনুর রশিদ জানান, ঝড়ে তাদের বসত ঘর দুমড়ে মুচড়ে সম্পূর্ন ভেঙ্গে গেছে। ছোট শিশুসহ পরিবার পরিজন নিয়ে এখন তাদের কে খোলা আকাশের নিচে থাকতে হবে।
ঝড়ে ক্ষয় ক্ষতির বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আবদুল আওয়াল জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের কে দ্রুত সহায়তার জন্য চেষ্টা করা হবে।
0Share