তাবারক হোসেন আজাদ, রায়পুর: রায়পুরে হায়দরগঞ্জ ১২ কি.মি বেহাল সড়কটির সোলাখালী ব্রিজের পরের ঝুঁকিপূর্ন ব্রিজটি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। গত ৭ দিনেও স্থানীয় এলাকাবাসী ব্রিজটি মেরামত করে দিতে ইউপি চেয়ারম্যান ও এলজিইডি প্রকৌশলীকে একাধিকবার বললেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ
করেছেন। এতে ওই ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী এলাকাবাসী পথচারী ও চালকরা যাত্রীদের নিয়ে দূর্ভোগে পড়তে হচ্ছে। সিএনজি চালক জয়নাল ও এলাকাবাসী মাইনউদ্দিন জানান, গত ৭ দিন ধরে ব্রিজটির মাঝখান ভেঙ্গে গর্তের মত রয়েছে। এতে করে শিক্ষার্থী, পথাচারী ও চালকরা তাদের যাত্রীদের নিয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজটি মেরামত সহ ১২ কি.মি এ বেহাল সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বললেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় এলাকাবসীর উদ্যেগে ওই ব্রিজের গর্তের উপর লাল পাতাকা দিয়ে বিপদ সংকেত বলে ঝুলে দেওয়া হয়েছে।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউছুফ বলেন, ব্রিজটির মাঝখান ভেঙ্গে গর্তের সৃষ্টির বিষয়টি এলকাবাসী ও কয়েকজন চালক জানিয়েছেন। দ্রুত ব্রিজটি মেরামত করার জন্য প্রকৌশলীকে অনুরোধ জানানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া বলেন, ব্রিজের উপর গর্তের সৃষ্টির বিষয়টি ৪-৫ দিনের মধ্যে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মেরামত করে দেওয়া হবে বলে জনানা।
0Share