রায়পুর : রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার বামনী ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকার তালুকদারবাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-আবুল খায়ের, নুরুজ্জামান, শরিফ হোসেন, রুপা আক্তার, আনোয়ার হোসেন, রাজন হোসেন ও রাজিয়া বেগমকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বামনী ভূঁইয়ারহাট এলাকার আবুল খায়ের সঙ্গে আনোয়ার হোসেনের ১৫ শতাংশ জমি নিয়ে আদালতে মামলাসহ বিরোধ চলে আসছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিরোধকৃত ওই জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবুল খায়ের ওই জমির বাঁধ কেটে পাশে থাকা আনোয়ারের জমি পানি ছেড়ে দেয়। পানি ছাড়া নিয়ে উত্তেজিত হয়ে রাত ৮টার দিকে আনোয়ার ও আবুল খায়েরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয়ের পক্ষের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ জড়িত হয়। এতে উভয় পক্ষের নারীসহ ১২ জন আহত হয়।
এ ঘটনায় আবুল খায়ের ও আনোয়ারের সঙ্গে কথা হলে তারা একে অপরের বিরুদ্ধে পরষ্পরবিরোধী বক্তব্য দেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘মারামারী করে আসা দু’নারীসহ ৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সবার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মেদ উভয় পক্ষের জমি নিয়ে বিরোধসহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রায়পুর থানার (এসআই) মো. ময়নাল হোসেন জানান, ঘটনাটি উভয় পক্ষের লোকজন মৌখিকভাবে জানিয়েছে। আহতদের হাসপাতালে গিয়ে দেখে আসা হয়েছে। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share