রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা রহিমের লাথির আঘাতে নিজ চাচী হালিমা বেগমের (৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরআবাবিল ইউনিয়ন চেয়ারম্যানের (হায়দরগঞ্জ এলাকা) বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক।
নিহত গৃহবধূর নাম হালিমা বেগম (৪৫)। তিনি ওই এলাকার আবুল কালামের স্ত্রী। পুলিশ নিহতের লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় বিকেল ৫ টায় নিহতের স্বামী আবুল কালাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত গৃহবধূর স্বামী আবুল কালাম জানান, জমি নিয়ে বড় ভাই আবুল খায়েরের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে আবারও খায়েরের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের ছেলে রহিম হালিমা বেগমকে নির্যাতন করে স্বজোরে তলপেটে লাথি মারে। এতে ঘটনাস্থলে হালিমা জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দেয়। রাত ১২ টায় ঐ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত আবুল খায়ের ও তার ছেলে রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা করলে তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।
হায়দরগঞ্জ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক উদ্দিন জানান, নিহত গৃহবধুর লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিকেলে নিহতের স্বামী আবুল কালাম বাদী হয়ে রহিমকে প্রধান আসামী করে ৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।
0Share