প্রতিনিধি: রায়পুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকরা কর্ম বিরতি পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক এক্যজোটের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির রায়পুর শাখার উদ্যোগে ১২১ টি বিদ্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
সকাল ৯ টা থেকে সহকারী শিক্ষকরা কর্ম বিরতি পালন করছেন। পূর্নদিবস এ কর্মসূচী চলবে বলে তাঁরা জানিয়েছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির রায়পুর উপজেলা শাখার সদস্য সচিব ও দক্ষিন পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হচ্ছে। সহকারী শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী চলবে।
প্রসঙ্গত, রায়পুরে ১২১ টি বিদ্যালয়ে ৫২০ জন সহকারী শিক্ষক রয়েছে।
0Share