রায়পুরপ্রতিনিধি: অটিষ্টিক শিশুরাই সাদা মনের মানুষ। সকল কাজেই তাদের পাশে দাঁড়াতে হবে এবং সহযোগীতা করতে হবে। এছাড়াও এ যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রোববার দুপুরে রায়পুরে উপজেলার ডাকবাংলা মিলানায়তনে সেইফ দ্যা হিউম্যানেটি সংগঠনের উদ্যোগে অটিষ্টিক শিশুদের নিয়ে আয়োজিত অনুষ্টানে প্রদান অতিথি হিসেবে লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান একথাগুলো বলেন। অনুষ্ঠান শেষে অতিথিগন ২০ জন অটিষ্টিক শিশুকে জন প্রতি ৫ হাজার টাকা করে সংগঠনের পক্ষ থেকে সন্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার এবং পরিচালনা করেন শিক্ষক নেতা আনোয়ার হোসেন ও মোঃ সবুজ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র এববিএম জিলানী, ওসি মোঃ লোকমান হোসেন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক সহ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
সংগঠনের সভাপতি মারুফবিন জাকারিয়া বলেন, সমাজের কাছে দায়বদ্ধতা থেকে অসচ্ছল ও নিরীহ অটিষ্টিক (প্রতিবন্ধি) শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদ উপলক্ষ্যে তাদেকে সহযোগীতা করতে পেরে আজ আমরা আনন্দিত ও গর্বিত।
0Share