রায়পুর প্রতিনিধি: রায়পুরে ক্যাম্পের হাট খালের উপর ৩৩ লাখ ৪০ হাটার ৫৬০ টাকা ব্যায়ে একটি নতুন ব্রীজ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিন চর আবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামের গাইনের বাড়ীর সামনে ক্যাম্পের হাট সড়কে খালের উপর এ ব্রীজটি উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রান কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবর্তী, উপজেলা জাতিয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, জেলা যুবলীগ নেতা ও ঠিকাদার তানভীর হায়দার চৌধুরী রিংকু, মামুন বিন জাকারিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি প্রমুখ।
জানা যায়, স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্বাবধানে সেতু/কালবাট কর্মসূচী ২০১৪-১৫ অর্থ বছরের গাইয়ারচর মাল বাড়ী ক্যাম্পের হাট রাস্তার গাইনের বাড়ী দৈর্ঘ্য ৩৯ প্রকল্পের নামে ৩৩ লাখ ৪০ হাটার ৫৬০ টাকা ব্যায়ে এই ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়। দরপত্রের মাধ্যমে ব্রীজ নির্মাণ কাজ পায় রিংকু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
সংসদ সদস্য মোহাম্মদ নোমান বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে রায়পুর বাসির মান উন্নয়ন করতে চায়। উন্নয়ন নিয়ে যতই চক্রান্ত করা চেষ্টা করে যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা-ঘাট, ব্রীজসহ বিভিন্ন রকমের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখা হবে। কেউ রায়পুরের উন্নয়নে বাঁধা গ্রস্থ করতে পারবে না। যারা উন্নয়নে বাঁধা দেয় তাঁরা রায়পুর বাসি শত্রু। উন্নয়নে যারা বাধা দেয় তারা কোন দিনই রায়পুর বাসির ভালো চায় না।
0Share