তাবারক হোসেন আজাদ, রায়পুর : রায়পুরে আলীয়া কামিল মাদ্রাসা সংলগ্ন প্রাচীন শহীদ মিনারটি ঘিরে গড়ে উঠা অবৈধ স্থাপনা সহ ৭টি ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা ও বাসি খাবার নষ্ট করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসেন। আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, দীর্ঘদিন ওই শহীদ মিনারটি ঘিরে অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল স্থানীয় লোকজন। ওই স্থান থেকে ব্যবসায়ীদের চলে যাওয়ার নিষেধ করা হয়। তা না মানায় অবশেষে পৌরসভা পুলিশের সহযোগীতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও অসাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় জনস্বাস্থ্য আইনে ভ্রাম্যমান একটি ভাতের হোটেলকে ২ হাজার টাকা এবং সিরাজ হোটেল টি হাউসকে এক হাজার টাকা জরিমানা ও বাসি খাবার গুলো ডাষ্টবিনে ফেলে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন বলেন, বিভিন্ন লোকের অভিযোগের ভিত্তিতে শহরের যত্রতত্র, ময়লা আবর্জনা এবং শহীদ মিনারটি ঘিরে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। শহরটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে নোটিশের মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়েছে।
0Share