রায়পুর প্রতিনিধি: রায়পুরে মূল্য তালিকা না থাকা ও অব্যস্থপনার মধ্য দিয়ে হাসপাতাল কার্যক্রম চালানোর অপরাধে ফের তিন প্রাঃ হাসপাতালের ৭০ হাজার টাকা জরিমানা, এক টেকনেশিয়ানকে এক মাসে বিনাশ্রম কারাদন্ড এবং কাগজপত্র না থাকায় তিন ডায়াগষ্টিক সেন্টার ও একটি ফিজি থেরাফিকে সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ৫ ঘন্টা ব্যাপী রায়পুর শহরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান।
জরিমানাকৃত প্রাঃ হাসপাতাল গুলো হলো, বাস টার্মিনাল এলাকায় অবস্থিত মা ও শিশু হাসপাতালের ৩০ হাজার টাকা জরিমানা, তাদের টেকনিশিয়ান মাজহারুল ইসলামের কোন সনদপত্র না থাকায় তার এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ডায়াগনষ্টিক সেন্টারের সিলগালা দেওয়া হয়। তার পাশেই অবস্থিত মেহেরুন্নেসা হাসপাতালের ৪০ হাজার টাকা জরিমানা ও তাদের ডায়াগনষ্টিক সেন্টারের কাগজপত্র না থাকায় তা সিলগালা করে দেওয়া হয় । তাদের নিচ তলায় রায়পুর ফিজিওথেরাপী সেন্টারের কাগজপত্র না থাকায় তা সিলগালা করে দেওয়া হয়। তাদের পাশেই টিএন্ডটি সড়কে রায়পুর কমপোর্ট হাসপাতালটি কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষ নিজেরাই তা বন্ধ করে পালিয়ে যায়।
লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান জানান, হাসপাতালগুলোতে মূল্য তালিকা না ঝুলানো, কাগজপত্র না থাকা ও অব্যস্থপনায় কার্যক্রম পরিচালনার দায়ে এসব চিকিৎসালয়ে জরিমানা, টেকনেশিয়ানের দন্ড এবং ডায়াগনষ্টিক সেন্টারগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে।
0Share