নিজস্ব প্রতিনিধি : রায়পুর ও কমলনগর থানা পুলিশের দায়ের করা সড়কে নাশকতাসহ একাধিক মামলায় বিএনপি ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (২৫অক্টোবর) দুপুরে নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাদের কারাগারে পাঠান।
সরকার পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট পিপি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নেতাকর্মীরা হলেন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী নাজমুল ইসলাম নাজু, রায়পুর পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্চাসেবক দল সভাপতি মোঃ রিপন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসানুজ্জামান সবুজ, বামনী ইউনিয়নের সভাপতি মহাসিন কাজি ও সেক্রেটারি শাহাজান ঢালি সহ ১৫ নেতাকর্মী। এছাছাড়াও একই সাথে কমলনগর উপজেলার ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
নাশকতা মামলার বাদী রায়পুর থানার (এসআই) মোঃ সিরাজ মিয়া জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারী রায়পুর বাসটার্মিনালে হামলা-ভাংচুরের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় আড়াইশ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধ নাশকতার মামলা করেন। এ মামলার চার্জসীট প্রায় ৬ মাস আগে জমা দেওয়া হয়েছে।
মামলায় কয়েকনেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনের আবেদন করলে তাদেরকে নিম্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এতে রবিবার দুপুরে ১৫ নেতাকর্মী জেলা দায়েরা জজ আদালতে আত্মসমপন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামীপক্ষের আইনজীবি সাবেক পি.পি মনিরুল ইসলাম হাওলাদার ও এড. শামছুল আলম আইনজীবি সাবেক পি.পি মনিরুল ইসলাম হাওলাদার ও এড. শামছুল আলম বলেন, উচ্চ আদালত নির্দেশে নেতাকর্মীরা এ মামলায় নিম্ম আদালতে আত্মসমপন করে জামিনের আবেদন করা হয়েছে। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। আদালত চাইলে তাদের জামিন মঞ্জুর করতে পারতেন।
এ মামলার আসামী নাজমুল ইসলাম নাজু ও ইকবাল পাটওয়ারী বলেন, ওই তারিখে ঘটনায় আমরা জড়িত ছিলাম না। আ’লীগ ও পুলিশ মিলে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে বলে তার দাবি করেছে।
0Share