লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ও জিএম এর বাসভবন ভাংচুরের ঘটনায় রায়পুর থানায় আওয়ামী লীগ নেতাসহ আট শতাধিক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম বাদী হয়ে আজ বুধবার এ মামলা দায়ের করেন।এতে করে এলাকায় মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, পুলিশ এ মামলা দিয়ে এলাকায় লোকদের হয়রানি করার চেষ্টা করলে যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে।
রায়পুর থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে রায়পুর বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে বিদ্যুতের দাবিতে রায়পুর- চাঁদপুর সড়ক অবরোধে করে রাখে জনতা। পরে এক পর্যায়ে উত্তেজিত জনতা রায়পুর উপজেলা পল্লী বিদ্যুত কার্যালয় ও জিএম এর বাসভবনে হামলা চালায় এবং সড়কে ১০-১৫ গাড়ী ভাংচুর করে।
এ ঘটনায় রায়পুর বিদ্যুত গ্রাহক ঐক্য পরিষদের আহবায়ক ও রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা জাকির হোসেনসহ অজ্ঞাত নামা আট শতাধিক জনকে পল্লী বিদ্যুৎ কার্যালয় ও গাড়ী ভাংচুরের ঘটনায় আসামী করে মামলা দায়ের করা হয়।
0Share