রায়পুর: ৪৮ বছর পর লক্ষ্মীপুরের রায়পুরের চর ইন্দুরিয়া গ্রামের ২৩০ পরিবার বিদ্যুৎ পেয়ে আনন্দিত উৎফল্লিত। “শেখ হাসিনার উদ্যেগ- ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলার উত্তর চরবংশি ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রামের ২নং ওয়ার্ড খালেক বেপারী বাড়ীর জামে মসজিদে স্পট মিটাররিং কার্যক্রমের মাধ্যমে ২৩০ পরিবারকে এই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। উল্লেখ্য রায়পুর উপজেলায় ৬০ হাজার পরিবার বিদ্যুতের সুবিধা ভোগ করছেন।
এ সময় রায়পুর বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ইউপি সদস্য মো: সলেমান মোল্লা, স্থানীয় সমাজসেবক খালেক বেপারী, স্থানীয় বিদ্যুৎ অফিসের প্রশাসনিক কর্মকর্তা সুলতান আহম্মেদ, জুনিয়র প্রকৌশলি মো: লিয়াকত আলী প্রমূখ।
0Share