তাবারক হোসেন আজাদ: সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ উল্যাহ’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় রাষ্ট্রপতি মোহাম্মদ উল্যাহ মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে রায়পুর আলিয়া মাদরাসা মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক জেলা শিক্ষক সমিতির সহ সভাপতি আওয়ামীলীগ নেতা ছফি উল্যা খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুত্তাওহিদ, মাচ্চের্র্ন্টস একাডেমীর সহপ্রধান শিক্ষক জিল্লুর রহমান, শিক্ষক নেতা হারুনুর রশিদ,মাওলানা নাসরুল্লাহ প্রমুখ।
জানা গেছে, মোহাম্মদ উল্যাহ ১৯২১ সালের ২১ অক্টোবর রায়পুর উপজেলার বামনীর সাইচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
১৯৫০ সাল থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন। দেশের প্রথম গণপরিষদে তিনি স্পিকার নির্বাচিত হন। বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন। তখন তৎকালীন গণপরিষদের স্পিকার হিসেবে সংবিধান অনুযায়ী তিনি অস্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন। পরবর্তীতে ১৯৭৪ সালের ২৪ জানুয়ারি বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি দেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিচারপতি আব্দুস সাত্তারের সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য (সাংসদ) নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনের আগে তিনি পুনরায় আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৯ সালের ১১ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আরো পড়ুন: রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহ
জীবনী তথ্যসূত্র: লক্ষ্মীপুর ডায়েরি
0Share