রায়পুর: নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে উদযাপিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। রোববার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা, পৌর, পুলিশ প্রশাসন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। সকাল ৯ টায় রায়পুর মাচ্চের্ন্টস একাডেমীর মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে ২’শ মুক্তিযোদ্ধ ও নিহতের পরিবারকে নগদ অর্থ ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে। এসময় অংশ্রগণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
শহীদদের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, মেয়র ইসমাইল হোসেন খোকন, ওসি একেএম আজিজুর রহমান মিয়া, ওসি তদন্ত মোঃ সোলাইমান, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্থার পক্ষে সাংবাদিক তাবারক হোসেন আজাদ ও ভাস্কর রায় চৌধুরী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান ও শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।
0Share