প্রায় ২ মাসের বেশি সময় যবাত লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালে অজ্ঞাত লোকটি ভর্তি আছেন।
পুরুষের ওয়ার্ড ৮নং বেডে চিকিৎসাধীন আছেন। তিনি সন্তান বা আত্মীয় স্বজনের কারো পরিচয়ই বলতে পারছে না।
গত ১২ আগষ্ট তারিখ অজ্ঞাত এই ব্যক্তিটি রায়পুর থানাধীন ল্যাংড়া বাজার সড়কের উপর দূর্ঘটনা পড়ে অচেতন হয়। পরে রায়পুর থানা পুলিশ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তার পায়ের হাঁড় মারাত্মকভাবে ভেঙ্গে গেছে।
তিনি ঠিকানা এবং পরিচয় বলতে পারেনা। কথা বলে অসঙ্গতিপূর্ণ ( তবে বিভিন্ন সময় কোরআন হাদিস নিয়ে কথা বলেন)।
বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তার সরকারি ওষুধ এবং সরকারি হসপিটালে আগত ভর্তি রোগীদের সহযোগিতায় চিকিৎসা চলছে।
তার পায়ের উন্নত চিকিৎসা করতে হবে, ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করাতে পারলে তার পা সম্পূর্ণ সুস্থ হবে।ঢাকায় চিকিৎসা খরচ ও ব্যয়বহুল।
হৃদয়বান বিত্তশালীদের কাছে আকুল আহ্বান এই অজ্ঞাত অসহায় মানুষটির জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসুন।
লোকটির পরিচয় কেউ জানলে দয়া করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।
অথবা.. সাহায্য পাঠাতে যোগাযোগ করুন।
তুহিন চৌধুরি
উপ-ব্যবস্থাপনা পরিচালক
মাতৃছায়া হাসপাতাল, রায়পুর
০১৭১৬৯৫৭৭৮৩
আলিম উল্লাহ পিন্টু
জেনারেল ম্যানেজার
ম্যাক্স কেয়ার হাসপাতাল, রায়পুর।
01716915484
0Share