সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে শিক্ষকের ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

রায়পুরে শিক্ষকের ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

রায়পুরে শিক্ষকের ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে একটি বেসরকারি বিদ্যালয় পরিচালক ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি মো. সুমনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন নামঞ্জুর করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল (রায়পুর) আদালতের বিচারক মো. তারিক আজিজ এ নির্দেশ দেন।
বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, আসামি সুমন স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।
গ্রেফতার সুমন রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর দেনায়েতপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। মামলার অন্য আসামিরা হলেন একই এলাকার এমরান হোসেন স্বপন, আবদুল মতিন, মো. শফি, রোকেয়া বেগম, খুশি আক্তার, নুরে হেলাল মামুন ও অজ্ঞাত আরও ৮ জন।
মামলার এজাহার সূত্র জানায়, উত্তর দেনায়েতপুর এলাকা সৈয়দ গোলাম সারোয়ার রানাদের সঙ্গে সুমনদের পারিবারিক বিরোধ চলে আসছে। রানা তারা বাবা এটিএম মোস্তফা স্কুল এন্ড কলেজের পরিচালক। ওই স্কুলে তার স্ত্রী তানজিনা আক্তার ও ভাই সৈয়দ গোলাম মাহমুদ মাসুদ শিক্ষকতা করেন। পারিবারিক বিরোধের জের ধরে গত ১৩ জানুয়ারি সকালে রানার স্ত্রী বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার পথে সুমনসহ আসামিরা ইভটিজিং করে। এর প্রতিবাদ করলে দুপুরে জোরপূর্বক বিদ্যালয়ে ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুমন তার লোকজন নিয়ে রানা ও তার স্ত্রী-ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সুমন লোহার রড দিয়ে শিক্ষক মাসুদের মাথায় আঘাত করলে গুরুতর জখম হয়। এসময় তারা রানার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তারা বিদ্যালয়ের কেন্টিনের ক্যাশবক্স থেকে ৫৫ হাজার টাকা লুটে নেয়। পরে এ ঘটনায় রানা বাদী সুমনকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

রায়পুরের ইউএনওকে বদলির আদেশের প্রতিবাদে সড়ক অবরোধ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com