লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে শাহজাহান সর্দার (৪৮) মো. কামাল হোসেন (২৮) নামের দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় ও রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে গরুর ঘাষ ভিজাতে গিয়ে এ ঘটনা ঘটে। দুজনই গরু আনতে ও ঘাস কাটতে মাঠে যান।
নিহত শাহজাহান সর্দার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের সর্দার বাড়ীর পান্জত আলী সরদারের ছেলে। কামাল হোসেন কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের আবদুল মতিনের ছেলে। দক্ষিন চরবংশি ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি এ সংবাদ নিশ্চিত করেছেন।
চর কাদিরা ইউনিয়নের স্থানীয় গ্রামপুলিশ নিজাম উদ্দিন বলেন, কৃষক কামাল হোসেন দুপুরে ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
0Share