লক্ষ্মীপুরের রায়পুরে খাসেরহাট এলাকায় আওয়ামীলীগের দূ-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেনসহ ২শ ৩৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।মামলার প্রধান আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান। তবে মামলার ২শ জন আসামিই অজ্ঞাত। শনিবার রাতে উত্তর চরবংশী ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদ খলিফা বাদী হয়ে রায়পুর থানায় এ মামলা দায়ের করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক রহুল আমিন খালিফা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও সংঘর্ষ হয়। এসময় ২০জন আহত হয়। তবে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের কারনে এ সংঘর্ষ হয় বলে দাবী করেন দলীয় নেতাকর্মীরা।
এ দিকে গত উপজেলা পরিষদ নির্বাচনে আলতাফ হোসেন মাষ্টার দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করে পরাজিত হন। আর সে সময় উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
0Share