রায়পুরে ঘেরের পুকুরের পাড় কেটে কারেন্টের জাল বসিয়ে মাছ ধরাতে বাধা দেয়ায় মাছ চাষির ছেলেসহ ২জনকে কুপিয়ে যখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত চাষী বেলায়েত হোসেন মেম্বার ও তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ চর বংশি ইউনিয়ের ৬নং ওয়ার্ডের কালু ব্যাপারির হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত বেলায়েত হোসেন মেম্বার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। রায়পুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্পতি ও শুক্রবারের প্রচন্ড বৃষ্টিতে মাছের ঘের ডুবে যাওয়ায় বেলায়েত মেম্বার তার ছেলে এবং ঘেরের কর্মচারীদের নিয়ে ঘের দেখতে গেলে তাদের নজরে পুকুর পাড় কেটে জাল বসিয়ে মাছ চুরির বিষয়টি দেখতে পায়। সেখানে স্থানীয় মুছা মুন্সি নামের এক স্থানীয়কে চোরাই মাছসহ ধরে ফেলে।
এ ঘটনা জানাজানি হলে মুছা মুন্সির ছেলে বাচ্চু মুন্সি, কবির মুন্সি দলবলসহ দা বটি নিয়ে এসে ওই মাছ চাষীর ওপর অতর্কিত হামলা করে। এতে গরুতর অহত হয় বেলায়েত মেম্বারের ছেলে শাহরিয়ার তুহিন ও তাকিবুল ইসকলাম। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় এঘটনায় বেলায়েত মেম্বার বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন।
0Share