লক্ষ্মীপুরের রায়পুরে এক জেলের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোহন মাঝি (৫৫) নামের এক বৃদ্ধকে রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে বৃদ্ধাকে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগে রায়পুর থানায় এ মামলা করেছেন। পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মেঘনা নদীতে জেলে খোরশেদ আলম মাছ শিকারে যান। এ সুযোগে একই এলাকার মোহন মাঝি ওই জেলের ঘরে ঢুকে তার স্ত্রীকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মোহন মাঝিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা না হওয়ায় ঘটনার দু’দিন পর থানা এ মামলা করেন।
এঘটনায় পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত মোহন মাঝি বলেন, জেলের কাছে আমার পাওনা টাকার জন্য তার ঘরে গিয়েছি। টাকা না দিতে চাওয়ায় উত্তেজিত হয়ে পাওয়া টাকা দাবি করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন জেলে স্ত্রী।
রায়পুর থানার (ওসি) আবদুল জলিল বলেন, এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় আসামি মোহন মাঝিকে রাতে গ্রেফতার করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
0Share