বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, আইনশৃঙ্খলা, কিশোর গ্যাং এবং সকল অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে রায়পুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল । বুধবার ( ২৭ জানুয়ারি) উপজেলার ১৩ টি বিট এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
এসময় ওসি বলেন, কিশোর গ্যাং রায়পুরে যেনো ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে সেই দিকে অভিভাবকসহ সবাইকে নজর রাখতে হবে। কিশোর গ্যাং পাড়া-মহল্লার প্রভাবশালী, সন্ত্রাসী বা বড় ভাইদের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। তারা একসঙ্গে মাদকসেবন, নারীদের উত্ত্যক্ত করাসহ ছোট ছোট ঘটনা কেন্দ্র করে মারামারি ও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে। এসব ক্ষেত্রে অনেক সময় খুন-ধর্ষণের মতো ঘটনাও ঘটছে।
তাই কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে রায়পুর থানা পুলিশ। তিনি আরো বলেন, এই মোতাবেক বিট এলাকায় প্রতিনিয়ত আমরা ছুটে বেড়াচ্ছি, আমাদের এই কার্যক্রম অব্যাতহ থাকবে।
0Share