লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৭ যুবককে আটক করেছে স্থানীয় কোস্টগার্ড। শুক্রবার (২৬ ফ্রেব্রুয়ারি) ভোর রাতে হাজীমারা পুরাম বেড়ির মাথা এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি বড় রান্দা, ১টি চোখা রাকসা, ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। রায়পুর কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নদীতে ডাকাতি মামলা রয়েছে।
তাদের নৌকায় তল্লাশি করে এসব ধারালো দেশিও অস্ত্র ও ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলো বরিশালের মান্দ্রা চর ভুসিরা অঞ্চলের বাসিন্দা, মো. আক্তার মোল্লা, মো. দিন ইসলাম হাওলাদার, বাকের সিকদার, মুক্তার মোল্লা, ইসমাইল মোল্লা, আক্তার রাড়ি ও সফিক হাওলাদার। জব্দ অস্ত্র ও আসামিদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
0Share