রায়পুরে পৃথক তিন কর্মসূচী শেষ করলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। শনিবার (১৭ জুলাই) বিকেলে এ সকল কর্মসূচীতে অংশ গ্রহন করেন তিনি। কর্মসূচীর শুরুতে রায়পুর পৌরসভা প্রাঙ্গণে নিজ হাতে গাছ লাগিয়েবৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্যাহ, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এম পি পৌরসভার দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করেন।
অন্যদিকে চরমোহনা ইউনিয়নের বাবুরহাট বাজারে শতাধিক ভ্যান ও রিক্সা চালকদের মাঝে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
এদিকে উত্তর চরবংশী ইউনিয়নে ফিসারিজ ঘাট দেওয়ানজি রাস্তার উদ্বোধন করেন তিনি। এসময় রাস্তায় বিকস্ এর কাজের জন্য এডভোকেট নয়ন এমপি তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ হস্তান্তর করেন।
0Share