এমআর সুমন: লক্ষ্মীপুরের রায়পুরে ৫টি বেসরকারি সংস্থার ঋণের চাপে হতাশাগ্রস্থ যুবক মো. সিরাজ (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে নিজ ঘরে থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। শনিবার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হায়দর আলী ব্যাপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। ওই যুবক একই বাড়ির মৃত সফিক উল্যা ছেলে। তার স্বজনরা সাংবাদিকদের এসডিএস, ত্রিবেদী মহিলা উন্নয়ন সংস্থা, এনআরডিএস, কোডেক এবং ব্রাকের ৫টি পাশ বই দেখিয়েছে।
সোনপাুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন, পারিবারিক নানা ঝামেলা ও অভাব অনটনে পড়ে তিনি অর্থনৈতিক সংকটে পড়ে বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪ লাখ ঋণ নেয় সিরাজ। ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে যুবকের মধ্যে বিষণ্নতা তৈরি হয়। এ থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তবে করোনার এ সময়ে কিস্তি উত্তোলন বন্ধ করা প্রয়োজন ছিল। এসময় কৃষকরা এমনিতেই ভালো অবস্থায় নেই তিনি জানান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই পথ বেছে নেয় বলে স্থানীয়রা দাবি করছেন। এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
0Share