তাবারক হোসেন আজাদ: এস,এস,সি পরীক্ষার্থীকে কুপিয়ে খুন করার মামলার প্রধান আসামী আদালতের পেশকার হুমায়ূন কবিরের জামিনে মুক্তি পাওয়ায় আতংকিত হয়ে পড়েছে বাদীর পরিবার। এছাড়াও আসামীরা তাদের বসত ঘরের মালামাল ও গৃহপালিত পশু গুলো লুকিয়ে রেখে লুটপাটের মামলা করার পায়তারা করছে বলে ও অভিযোগ করেছেন। এ ঘটানায় আসামীদের সুষ্ঠ বিচারের দাবিতে আদালত, প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট দাবী জানিয়েছেন। শুক্রবার (৩১) জানুয়ারী দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের মাঝি বাড়ীতে নিহতের পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন। এ সময় মামলা বাদী ও নিহত এস,এস,সি পরীক্ষার্থীর বড় ভাই, পিতা-মাতাসহ স্বজনরা উপস্থিত ছিলেন। মামলার আসামীরা হলেন, লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার জর্জ আদালতের পেশকার ও সদর উপজেলার লাহার কান্দি গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে মোঃ হুমায়ূন কবির, রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের তৌহিদুর রহমান রনি, আবু তাহের চৌধুরী, আলিম উদ্দিন চৌধুরী, সাইফুর রহমান শিমুল চৌধুরীসহ ১৬ জনের নাম উল্লেখ্যসহ এবং অজ্ঞাত ৭/৮ জন। মামলার বাদী রাজিব হোসেন মাঝি বলেন, প্রধান আসামী হুমায়ূন কবির সহ চার জনকে পুলিশ ঐ রাতেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কিন্তু তিন আসামী এখনও কারাগারে থাকলেও আদালতের পেশকার হওয়ায় হুমায়ূন কবির কে ১৪ দিনের মাথায় জামিন দেয় বিচারক। জামিনে এসেই সে সহ অন্য আসামীরা গত তিন ধরে মামলা প্রত্যাহার সহ নানান হুমকি দিয়ে আসছে। এছাড়াও তারা তাদের বসত ঘরের মালামাল ও গৃহ পালিত পশু অন্যত্র সরিয়ে রেখে লুটপাটের মামলা করার পাঁয়তারা করছে। অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে। আমরা এই ঘটনায় আদালত সহ প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বিচারের দাবী জানাই । মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর হাজিমারা ফাঁড়ি থানার ইনচার্জ (এস,আই) আবদুল খালেক বলেন, ওই এস,এস,সি পরীক্ষার্থী খুনের ঘটনার রাতে অভিযান চালিয়ে আদালতের পেশকার হুমায়ূন কবির সহ চার জনকে স্থানীয় মোল্লার হাট বাজার থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি সহ দুই জনকে জেল গেটে ও অন্য দুইজনকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করা হয়েছে। পেশকারের জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার।
প্রসঙ্গতঃ বাড়ীর রাস্তার নির্মান কে কেন্দ্র করে আসামীরা চলতি বছরের ১২ জানুয়ারী রাত ১টায় ওই গ্রামের মোল্লার হাট এল,কে,এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী সালমান শাহ কে পিটিয়ে ও কুপিয়ে খুন করে। এ সময় তার পিতা-মাতাকেও পিটিয়ে আহত করে। ঘটনার দুই দিন পর ওই গ্রামেরই প্রধান সড়কে সুষ্ঠ বিচারের দাবীতে ক্ষুদ্ধ ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, নিহতের স্বজন ও এলাকাবাসী দুই ঘন্টা মানব বন্ধন করে।
0Share