রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজি মামলায় শনিবার সন্ধ্যায় রেশমা আক্তার (১৫) নামে অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার এবং বাবুল মোহুরী (৪০) নামে অপহরণকারী গ্রেফতার করেছে পুলিশ। রেশমা ১০নং রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মতিন চৌধুরী বাড়ির ছলেমান চৌধুরীর মেয়ে এবং বাবুল মোহুরী একই এলাকার মৃত আহম্মদ উল্যার ছেলে।
মামলার এজাহার সুত্রে জানাযায়, ২ এপ্রিল সন্ধ্যায় রেশমা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে বাবুল মোহুরীর নেতৃত্বে ৩জন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরদিন সকালে মোবাইল ফোনের মাধ্যমে রেশমার মা লাইজু বেগমের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। না হলে রেশমাকে মেরে ফেলার হুমকী দেয়া হয়। এঘটনায় ৩ এপ্রিল লাইজু বেগম বাদি হয়ে বাবুল মোহুরীসহ ৩জনকে আসামী করে অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রাম থেকে রেশমাকে উদ্ধারসহ বাবুল মোহুরীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানা হেফাজতে আটক রেশমা বলেন, আমাকে কেউ অপহরণ করেনি। আমি পারবারের কাউকে না জানিয়ে স্বেচ্ছায় আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। নির্দোষ ব্যাক্তিকে আটকের খবর পেয়ে থানায় আত্মসমর্পন করি।
তদন্তকারি কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিন বলেন, গোপন সংবাদ পেয়ে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ মামলার প্রধান আসামী বাবুল মোহরীকে উদমারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
0Share