নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৯ মাস বয়সের শিশু নাইম উদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার জীবন বাচাঁতে সহায়তা দিন। সে ফুসফুসের জটিল সমস্যায় আক্রান্ত। তার ফুসফুসের একটি অংশে ছিদ্র হয়ে নষ্ট হওয়ার পথে। জরুরী ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে ওপেন হার্ট সাজারি করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত দুই মাসে ইবনে সিনা, মেডিনোভা, স্কায়ারসহ বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা দিয়ে প্রায় ২ লাখ টাকা ব্যায় করেও কোন ফল পাওয়া যায়নি। বর্তমানে টাকার অভাবে সে চিৎকিসা ছাড়া বাড়ীতে আছেন। সবশেষ স্কায়ারের হাসপাতালের ডাঃ তৌহিদুজ্জামালের পরামর্শে শিশুটিকে বিদেশে নিয়ে চিকিৎসা দিতে প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু শিশুর মাতা-পিতার পক্ষে চিকিৎসার এখন এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। শিশু পিতা মো. শাহ জাহান আর্থিক অবস্থা খুবই খারাপ। ভিটেমাটি ছাড়া সহায়সম্পত্তি বলতে কিছুই নেই। মানুষের জমিতে কৃষি কাজ করে সংসার চালান। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, শিশু নাইমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৭৩১৭৮৩৫৯৫। সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে মো. হারুনুর রশিদ, অগ্রনী ব্যাংক লি:, রায়পুর শাখা, লক্ষ্মীপুর, হিসাব নং-৩৪০৪২৬৬৯।
0Share