সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে গনকবরের উপর মার্কেট নির্মাণ - উত্তেজিত গ্রামবাসী

রায়পুরে গনকবরের উপর মার্কেট নির্মাণ – উত্তেজিত গ্রামবাসী

রায়পুরে গনকবরের উপর মার্কেট নির্মাণ – উত্তেজিত গ্রামবাসী

তাবারক হোসেন আজাদ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া ফাজিল মাদ্রাসার পাশের শত বছরের পুরোনো গণকবরটি ভেঙ্গে তা উপর মার্কেট নির্মান করায় উত্তেজিত হয়ে পড়েছে গ্রামবাসী। গ্রামবাসী ও বাজারের ব্যবসায়ীরা ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ জানালেও তারা নিরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। শূক্রবার (৬জুন) বাদজুমার পর মুসল্লিরা এর প্রতিবাদ জানিয়ে আবারও ব্যাস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।
বৃঞস্পতিবার (৫জুন) বিকেলে সরজমিনে গেলে চবআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বৃদ্ধ আব্দুল মান্নান (৮৫) ও বাজার ব্যবসায়ী আব্দুর রহমান (৩৩) জানান, ১৯৭৪-৭৫ সালে দুর্ভিক্ষের সময় প্রায় ৬০জন ব্যক্তিকে এ গনকবরটিতে দাফন করা হয়। কিছুদিন আগেও পরিচয় বিহিন এক ব্যক্তিকে কবর দেয়া হয়েছিল। মুসলমানদের বিভিন্ন দিবসে গনকবরকে উদ্দেশ্য করে মিলাদ মাহফিলের আযোজন করা হয়ে থাকে। কিন্তু গত কয়েকদিন ধরে গন কবরটির উপর মাটি ভরাট করে মার্কেট নির্মান করছে হায়দর গঞ্জ হাজেরা হাসমতেরনেছা বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। এতে গ্রামবাসী ও ব্যবসায়ীরা গনকবরটি রক্ষা এবং মার্কেট নির্মানে বাধা দিলে আ’লীগের কয়েক নেতা মারধর করতে এগিয়ে আসে। নিরুপায় হয়ে ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগীতা চাইলে তারা নিরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ করেন।
হায়দরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাইজুদ্দিন মোল্লাসহ কয়েকজন জানান, চরআবাবিল গ্রামের গনি হাওলাদার নামের প্রভাবশালী পরিবার প্রায় শত বছর আগে বাস্তুহারা মানুষের জন্য প্রায় ২৫ শতাংশ জমি গণকবর হিসেবে দান করেন। সেই থেকে নাম পরিচয়হীন অসহায় মানুষদেরকে এ গনকবরেই দাফন করে আসছে। প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলা হলেও তারা রহস্য জনক কারনে নিরব রয়েছেন।
এবিষয়ে চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যা (বিএসসি) বলেন, তিনিও স্কুল কতৃপক্ষকে গনকবরের উপর মার্কেট নির্মান করতে নিষেধ করেছিলেন। কিন্তু নামধারী কয়েক আ’লীগ নেতার কারনে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।
যোগাযোগ করলে ওই বিদ্যালয় প্রধান শিক্ষক সফিকুর রহমান বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি রেজুলেশন করে তার জমিতে মার্কেট নির্মান করছে। বিদ্যালয় ভবনের পেছনের ১৫ শতাংশ জমিতে রয়েছে এ শত বছরের পুরোনো গনকবরটি। কিন্তু বিদ্যালয় উন্নয়নের জন্য মার্কেট নির্মান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, শত বছরের পুরোনো গনকবরের উপর মার্কেট নির্মানের বিষয়টি গ্রামবাসী ও বাজারের ব্যবসায়রা তাকে অবহিত করেছেন। তিনি ইউপি চেয়ারম্যান, স্কুল কর্তৃপক্ষ ও ব্যবায়ীদের কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানান।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com